ছাগলনাইয়া উপজেলা নির্বাচন স্থগিত

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 09:07 AM
Updated : 25 March 2019, 09:07 AM

একইসঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতাও স্থগিত করেছে আদালত।

ছাগলনাইয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী মেজবাহুল হায়দার চৌধুরী সোহেলের আবেদনের প্রেক্ষিতে সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে মেজবাহুল হায়দারের পক্ষে ‍ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। 

মাহবুবউদ্দিন খোকন পরে সাংবাদিকদের বলেন, “দুই প্রার্থীর প্রার্থিতা স্থগিতের পাশাপাশি আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় ছাগলনাইয়া উপজেলার নির্বাচনটি স্থগিত করা হয়েছে। ওই দিনই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।”

ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা জজ আদালতের এপিপি শহিদুল্লাহ মজুমদার ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হালিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু গত ৬ মার্চ রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

পরে এ আদেশের বিরুদ্ধে গত ১০ মার্চ ইসিতে আপিল করেও তারা প্রার্থিতা ফিরে পাননি।

এ অবস্থায় ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দুইজনই হাই কোর্টে রিট আবেদন করেন।

গত ১৪ মার্চ হাই কোর্ট তাদের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেয়। প্রার্থিতা ফিরে পেয়ে যথারীতি তারা নির্বাচনী প্রচারেও নামেন।

এ অবস্থায় হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল।