তুরাগ তীরে ভাঙা পড়ল আরও চারটি ভবন

তুরাগ নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ২২তম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 07:54 AM
Updated : 25 March 2019, 07:54 AM

সোমবার সকাল সাড়ে ৯টা দিকে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযানের শুরুতে চারটি বহুতল ভবন ভাঙা হয় বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, গত ২১ দিনের অভিযানে দুই হাজার ৭১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।