নিউ মার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্সে অগ্নিকাণ্ড

ঢাকার নিউ মার্কেট এলাকার বহুতল ভবন বিশ্বাস বিল্ডার্সে অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর জানা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 05:28 PM
Updated : 22 March 2019, 06:57 PM

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২২তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিউ মার্কেট থানার ওসি আতিকুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের চতুর্থ তলার একটি কম্পিউটারের দোকানে আগুন লেগেছিল। সেখান থেকে পাশের আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বহুতল এই ভবনের প্রথম কয়েকটি ফ্লোরে দোকান রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় মালামাল রাখেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা।

ঘটনার সময় ওই ভবনে ছিলেন যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের নিচতলায় একটি অফিস রুমে বসেছিলেন তারা কয়েকজন। রাত ১১টার কিছুক্ষণ আগে হঠাৎ বাতি নিভে যায়। তখন বাইরে বেরিয়ে দেখেন পুরো ভবন ধোঁয়ায় ভরে গেছে।

এ সময় আতঙ্কিত হয়ে বহু মানুষ ভবনটি থেকে বেরিয়ে আসেন বলে জানান তিনি।