তুরাগ তীরে আরও ১৭৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চলমান উচ্ছেদ অভিযানে মিরপুর  জহুরাবাদ, পালপাড়া, কাউন্দিয়া এলাকার তুরাগ তীরে ১৭৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ- বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 03:42 PM
Updated : 21 March 2019, 04:38 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে।

এদিন দুটি তিনতলা, সাতটি দোতলা, ২৩টি একতলা, ৩৮টি আধা পাকা, ১০৩টি টিনের স্থাপনা ভাঙা হয় বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদিনের অভিযানে এক একর তীরভূমি অবমুক্ত করা হয়।”

২৯ জানুয়ারি শুরু হওয়া উচ্ছেদ অভিযানে এই পর্যন্ত ২১টি কার্যদিবসে বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু করে ধারাবাহিকভাবে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় জহুরাবাদ পালপাড়া পর্যন্ত তুরাগ নদীর  উভয় তীরে অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

২১ দিনের এই অভিযানে ৩৪১টি  পাকা  ও ৪০৩টি আধা  পাকা স্থাপনাসহ মোট ২ হাজার ৭১১টি অবৈধ স্থাপনা ভাঙা হয়। এতে উদ্ধার হয় ৫৮ একর  জমি।

উচ্ছেদ অভিযানের ১৯তম দিনে তুরাগ তীরে গড়ে উঠা প্রায় ৩১৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।