ট্রাফিক সপ্তাহ: চতুর্থ দিনে জরিমানা ৩৩ লাখ টাকা

ট্রাফিক আইন অমান্য করায় রাজধানীতে বিভিন্ন যানবাহনকে ৩৩ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। পাশাপাশি ছয় হাজার ৫৪৮টি মামলাও হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 06:38 AM
Updated : 21 March 2019, 06:38 AM

অভিযানকালে ১১৩টি গাড়ি ডাম্পিং ও ৭৭০টি গাড়ি রেকার করা হয়েছে।

হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১২৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য তিনটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে এক হাজার ২৯৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ট্রাফিক আইন অমান্য করায় দুই হাজার ৭৪৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও দুই হাজার ৮০৪টি মোটর সাইকেল আটক করা হয়।

সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৫৪টি মামলা করা হয়।

বুধবার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয় বলে তিনি জানান।

১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ কমিশনার ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেছেন।

ট্রাফিক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার সকালে রাজধানীতে বাস চাপায় বিইউপির এক শিক্ষার্থী নিহত হন।