ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে জরিমানা ৩৭ লাখ টাকা

রাজধানীতে চলমান ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে সড়কে চলাচলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৬ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 01:45 PM
Updated : 19 March 2019, 01:47 PM

সোমবার ২৪ ঘণ্টায় এই জরিমানা করার পাশাপাশি ৭ হাজার ৩৯৩টি মামলা করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার সারা দিনে ৩৫টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৮৩২টি গাড়ি রেকারে দেওয়া হয়েছে।

উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৫৯৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩৩টি, হুটার (সাইরেন) এবং বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি মামলা হয়েছে।

ট্রাফিক আইন অমান্য করায় ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা ছাড়াও ৩ হাজার ৩৪১টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৭টি মোটর সাইকেল আটক করা হয়েছে বলে মাসুদুর রহমান জানিয়েছেন।

সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকদের বিরুদ্ধে ১০টি মামলা করেছে পুলিশ।

সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৭ থেকে ২৩ মার্চ রাজধানীতে এই ট্রাফিক সপ্তাহ পরিচালনা করছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।   

আরো খবর