ঢাকার বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

ঢাকার বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 05:45 PM
Updated : 18 March 2019, 05:55 PM

নিহতের নাম জুলহাস হোসেন মোল্লা (৩৫)। তার বাসা মেরুল বাড্ডায়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাসার কাছে দুজন তাকে গুলি করে পালিয়ে যায় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, জুলহাস মারা গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুলহাস একজন গাড়িচালক। তার বাড়ি সাভারের ভাকুর্তায়।

‘বন্দুকযুদ্ধে’ আহতের মৃত্যু

মোহাম্মদপুরের বছিলায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে আহত হান্নান (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাতে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু ঘটে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক ( অপারেশন্স) মোহাম্মদ শরীফ জানিয়েছেন।

রোববার ভোররাতে এই ‘বন্দুকযুদ্ধে’ বাবুল নামে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। তার বাড়ি ভোলায়। হান্নানের বাড়ি মাদারীপুরের শিবচরে।

মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, ভোররাতে বছিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে দুজন আহত হয়।

হাসপাতালে নেওয়ার পর বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।