ট্রাফিক পক্ষ: একদিনে ৩৩ লাখ টাকা জরিমানা আদায়

রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে নিয়ম না মানায় ট্রাফিক সপ্তাহের প্রথম দিন ৩৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 03:31 PM
Updated : 18 March 2019, 03:31 PM

পাশাপাশি বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে রোববার ৭ হাজার ১০১টি মামলা করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, ট্রাফিক সপ্তাহের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কে ১২টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৬৫১টি গাড়ি রেকারে দেওয়া হয়েছে।

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৯৪টি, হুটার (সাইরেন) ও বিকন বাতি ব্যবহার করার জন্য তিনটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে এক হাজার ৩৩১টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া ১০৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে এবং ২ হাজার ৮৭৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় আটজন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।

সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৭ থেকে ২৩ মার্চ রাজধানীতে ট্রাফিক সপ্তাহ চলবে।