এবার অনন্যা সম্মাননা পাচ্ছেন যারা

প্রতিবারের মতো এবারও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দশ কৃতি নারীকে সম্মাননা দেবে পাক্ষিক অনন্যা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 02:58 PM
Updated : 18 March 2019, 03:13 PM

২৩ মার্চ শনিবার বিকেলে জাতীয় জাদুঘর  মিলনায়তনে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৮’ প্রদান অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন, সায়েবাস মেথডের আবিষ্কারক চিকিৎসক ডা. সায়েবা আক্তার (চিকিৎসা),গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ (ব্যবস্থাপনা ও উন্নয়ন), গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার (প্রশাসন),খান’স কিচেনের উদ্যোক্তা আফরোজা খান (উদ্যোক্তা), হস্তশিল্পী সোনা রানী রায় (কুটিরশিল্প),সাংবাদিক লাইলী বেগম (সাংবাদিকতা),বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বপর্যটক নাজমুন নাহার (তারুণ্যের আইকন),মনিপুরী নৃত্যশিল্পী সুইটি দাস চৌধুরী (নৃত্যশিল্পী), বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ (খেলাধুলা) এবং গৃহকর্মী থেকে মাইক্রোসফটের দূত ফাতেমা খাতুন (প্রযুক্তি)।

১৯৯৩ সাল থেকে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা’ প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের দশ বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়।