লেখক ব্যবস্থাকে মানলেও, লেখা মানবে না: সিরাজুল ইসলাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2019 09:10 PM BdST Updated: 15 Mar 2019 09:12 PM BdST
লেখকদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিদ্যমান ব্যবস্থাকে কোনো লেখক মেনে নিলেও তার লেখা যেন প্রগতিশীলতার লক্ষ্যে সেটিকে ছাড়িয়ে যায়।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতি লেখক সংঘের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এক্ষেত্রে ব্যক্তি জীবনে রাজতন্ত্রের ধারক হলেও জাঁ বালজার প্রথাবিরোধী লেখা, ব্যক্তিজীবনে ‘শুদ্ধতম’ মানুষ না হলেও মাইকেল মধুসূদন দত্তের লেখালেখির প্রসঙ্গ টানেন ইংরেজি সাহিত্যের এই অধ্যাপক।

“মানুষের সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন দৃশ্যমান বাস্তবতার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। সেটি মানুষকে পরিচালিত করে।”
অনুষ্ঠানে সর্বভারতীয় প্রগতি লেখক সংঘের সংগঠক কবি সঙ্গীতা দেওয়ানজি দাস বলেন, “আমরা যেহেতু সামাজিক জীব তাই আমাদের মানবিক রূপগুলোকে উজ্জীবিত করতে হবে।”

বাংলাদেশ-ভারতের সম্পর্কের কথা উল্লেখ করে এই ভারতীয় কবি বলেন, “আমাদের মধ্যে বেড়া আছে, সেটা প্রশাসনিক বেড়া। সেই বেড়া কি আমরা মানি? মানি না। মসজিদের আজান আর মন্দিরের ধ্বনি সেই বেড়া পার হয়ে এদিক-ওদিক ছড়িয়ে পড়ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে প্রগতি লেখক সংঘের তৃতীয় এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কবি মোহাম্মদ রফিক।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বের করা হয় একটি শোভাযাত্রা। স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পৌঁছে শেষ হয়।
প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে জাতীয় সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক শামসুজ্জামান হীরা স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের সংগঠক অভিনু কিবরিয়া ইসলাম। অন্যদের মধ্যে সংঘের সাধারণ সম্পাদক শাখাওয়াত টিপু বক্তব্য দেন।
-
সহযোগিতার প্রস্তাব পশ্চিমাদের, বিবেচনার আশ্বাস সিইসির
-
দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা
-
রূপসা রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়
-
প্রমত্তা পদ্মায় সেতু করাটাই ইতিহাস: প্রধানমন্ত্রী
-
গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
-
ভিসা অব্যাহতি চুক্তি হচ্ছে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে
-
আইন হচ্ছে ‘পারিবারিক আদালত অধ্যাদেশ’
-
দুদকের নতুন ১২ কার্যালয় উদ্বোধন
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে