প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে জাকির হোসেন

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের চলিত দায়িত্বে থাকা মো. জাকির হোসেনকে প্রধান তথ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 12:22 PM
Updated : 14 March 2019, 12:30 PM

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জাকিরকে ওই দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব সামলাবেন জাকির, এজন্য তাকে বিধি মোতাবেক দায়িত্ব ভাতাও দেওয়া হবে।

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

কামরুন নাহারকে সচিব করার পর থেকে প্রধান তথ্য কর্মকর্তার পদটি ফাঁকা ছিল। ফলে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশের জন্য নতুন অ্যাক্রিডিটেশন কার্ড এবং তা নবায়ন করতে পারছিলেন না।