ডাকসুর ফল ঘোষণার মধ্যে ছাত্রলীগের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হিসেবে নূরুল হক নূরের নাম ঘোষণার প্রতিক্রিয়ায় বিক্ষোভ দেখিয়েছে ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 09:54 PM
Updated : 11 March 2019, 10:30 PM

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণের পর রাত ১২টার মধ্যেই ১৮টি হল সংসদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পরে রাত সাড়ে ৩টার দিকে সিনেট ভবনে ডাকসুর পদগুলোতে ভোটের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন তারা।

ছাত্রলীগকর্মীদের বিক্ষোভ, হৈ চৈয়ে ফল ঘোষণায় কিছুক্ষণ বিরতি দেন উপাচার্য। তখন ছাত্রলীগ সভাপতি ও সংগঠনটির প্যানেল থেকে ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ইশারায় বিক্ষোভে বিরতি দেন সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এরপর সাধারণ সম্পাদকসহ বাকি পদগুলোতে ভোটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য। সাধারণ সম্পাদকসহ বাকি ২৪টি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের (সম্মিলিত শিক্ষার্থী পরিষদ) প্রার্থীরাই জয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষ হলে আবারও বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগকর্মীরা। এ সময় ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগানের পাশাপাশি শিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।