শাহ আলমগীরের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

পিআইবির মহাপরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে ‘অপূরণীয় ক্ষতি’ হল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 07:15 AM
Updated : 28 Feb 2019, 07:16 AM

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, শেখ হাসিনা পিআইবির মহাপরিচালকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান শাহ আলমগীর।

তার কর্মজীবনের কথা স্বরণ করে প্রধানমন্ত্রী বলেন, “সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামেও তিনি সব সময় সোচ্চার ছিলেন।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই থেকে পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।