বিমান ছিনতাই: তদন্ত কমিটি গঠন

বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 06:03 PM
Updated : 24 Feb 2019, 06:03 PM

রোববার রাতে দুই ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসানের পর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠনের কথা জানায়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নির্দেশে মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা চালান এক যুবক।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি অবতরণের পর কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি দশা থেকে বিমানটি মুক্ত করা হয়। এতে নিহত হন ওই যুবক।

নিহত যুবকের নাম মাহাদী বলে জানা গেছে। তিনি পারিবারিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাঈম হাসান জানিয়েছেন।