বঙ্গবন্ধুকে নিয়ে দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তি উদ্‌যাপন উপলক্ষে দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 01:39 PM
Updated : 23 Feb 2019, 02:53 PM

শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট দুটি অবমুক্ত করেন।

বাঙালির স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

স্মারক ডাকটিকিট শনিবার থেকে ঢাকা জিপিওতে বিক্রি হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও পোস্ট অফিসেও পাওয়া যাবে বলে ডাক বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণভবনে ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস প্রমূখ।