চুড়িহাট্টা ট্র্যাজেডি: বঙ্গভবনে বিশেষ মোনাজাত

ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বঙ্গভবন জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 09:59 AM
Updated : 22 Feb 2019, 09:59 AM

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ওই বিশেষ মোনাজাতে চুড়িহাট্ট ট্র্যাজেডিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই মোনাজাতে অংশ নেন।

বুধবার রাতে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর সেই আগুন প্রথমে রাস্তায় থাকা যানবাহন এবং পরে ঘটনাস্থলের পাঁচটি ভবনে ছড়িয়ে পড়ে।

ওই ভবন এবং আশপাশের দোকানে থাকা রাসায়নিক আর প্লাস্টিক-পারফিউমের গুদাম আগুনকে ভয়াবহ মাত্রা দেয়। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ যায় অন্তত ৬৭ জনের।

তাদের আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীরাও অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা এনামুল হক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও অব্যাহত অগ্রগতি কামনা করেন তিনি।