একুশের দেয়ালচিত্র ‘মা, মাটি ও মানুষ’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মা, মাটি ও মানুষ’ শিরোনামে একটি দেয়ালচিত্র এঁকেছেন চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 04:08 AM
Updated : 22 Feb 2019, 05:22 AM

শহীদ মিনারের পাশে জগন্নাথ হলঘেঁষে দেয়ালে আঁকা চিত্রটি ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শিল্পী বলেন, “ভাষা আন্দোলনকে বিষয়বস্তু হিসেবে নিয়েছি; এ জন্য দেয়ালচিত্রের স্থান হিসেবে শহীদ মিনার এলাকা বেছে নিয়েছি, যাতে মানুষের সঙ্গে চিত্রের যোগাযোগ সম্ভব হয়। গ্যালারিতে অনেকে যায় না। রাস্তার ধারে ছবি দেখলে যে কেউ দেখতে পাচ্ছে। এটা আমাদের জন্য বড় সুযোগ।”
তিন নারীর মুখের প্রতিকৃতিজুড়ে বাংলা ভাষাকে তুলে এনেছেন বিশ্বজিৎ গোস্বামী। ‘মা’, ‘মাটি’ ও ‘মানুষ’- তিনটি শব্দ দিয়ে ভাষার সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটাতে চেয়েছেন তিনি।

মডেল হিসেবে তিনি ব্যবহার করেছেন সামিন সাবাবা, নিশা, সুমা সুরভীর মুখচ্ছবি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তিনি।

প্রতিকৃতির ওপর ‘মা’ লেখা হয়েছে সবুজ রঙে। শিল্পীর ভাষায় এটা সবুজ বাংলাদেশের প্রতিচ্ছবি। ‘মাটি’ লেখা হয়েছে মাটির রঙে, আর ‘মানুষ’ এখানে লাল। এই লাল ভাষা আন্দোলনেরই প্রতীকী উপস্থাপনা।

ভাষা আন্দোলনে নারীর অবদান তুলে আনতেই এ দেয়ালচিত্রের প্রয়াস বলে জানান বিশ্বজিৎ।

তিনি বলেন, “একজন নারী যেমন কোমল, তেমনি কঠিনও। ভাষা আন্দোলনে নারীর ভূমিকা অনস্বীকার্য; দেয়ালচিত্রের তিনটি চরিত্র প্রতীকী। এগুলো আমাদের নিজস্ব পরিচয় তুলে আনতে সহায়তা করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কাজটি করেছেন বিশ্বজিৎ গোস্বামী।

‘মা’কে বিষয় করে এর আগেও বেশকিছু পেইন্টিং করেছেন এ শিল্পী। তার সেসব ছবি নিয়ে একাধিক প্রদর্শনীও হয়েছে।