চকবাজারে আগুন: এখনও নিখোঁজ অনেকে

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অনেক মানুষের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন অনেকেই।

তারেক হাসান নির্ঝরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 12:17 PM
Updated : 21 Feb 2019, 06:19 PM

উদ্ধার তৎপরতায় থাকা রেড ক্রিসেন্টের ফিল্ড অফিসার শাকিলা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাদের হিসাবে এখনও ৬২ জনের খোঁজ পাওয়া যায়নি।

তবে ঢাকা মেডিকেলে স্থাপিত জেলা প্রশাসনের তথ্যকেন্দ্র থেকে প্রাথমিকভাবে নিখোঁজ ১১ জনের একটি তালিকা দেওয়া হয়েছে।

তথ্যকেন্দ্রের তালিকা অনুযায়ী নিখোঁজ যারা

 

তানজিল হাসান রোহান, পিতা: মো. হাসান খান, ৩৯/২, আব্দুল হাদী রোড, বংশাল, ঢাকা

আনোয়ার হোসেন, পিতা: ডা. মো, ফিরোজ, চৌমুহনী, নোয়াখালী

হাজী ইসমাইল, পিতা: মো. আনোয়ার হোসেন, ১৫১/ই, দক্ষিণ পীরেরবাগ, মিরপুর, ঢাকা

দোলা ও বৃষ্টি, পিতা: মোস্তাফিজুর রহমান, (ঠিকানা নেই)

শাহাদত উল্লাহ হীরা পিতা: জহিরুল হক মামুন (ঠিকানা নেই)

বিল্লাল, পিতা: কালাম (ঠিকানা নেই)

ওয়াইজ হোসেন (ঠিকানা নেই)

মো. সামসুল হক, পিতা: মৃত চান মিয়া দেওয়ান, রুদ্রগঞ্জ (বেপারি বাড়ি), ফরিদগঞ্জ, চাঁদপুর

বিবি হালিমা শিল্পী, পিতা: মো. গোলাম হোসেন, বন্দে আলী চেয়ারম্যান বাড়ী, সেনবাগ, নোয়াখালী

নাসির উদ্দিন (৩৫), পিতা: গাউস উদ্দিন, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকার কয়েকটি ভবনে লাগা আগুন সকালে নেভানোর পর ৭০টি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ ৬৭টি লাশ পাওয়ার কথা জানিয়েছেন।

এর মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ৩৭টি মরদেহ শনাক্ত এবং ২২টি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।