প্রবাসে এনআইডি: ৩ মার্চ সিঙ্গাপুর যাচ্ছে ইসির প্রতিনিধি দল

প্রবাসে বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ‘উচ্চ পর্যায়ের’ একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 02:00 PM
Updated : 20 Feb 2019, 02:00 PM

নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল আগামী ৩ থেকে ৯ মার্চ সিঙ্গাপুর সফর করবে বলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিঙ্গাপুরে এক সপ্তাহ তারা সম্ভাব্যতা যাচাই করবেন। পুরো নিবন্ধন প্রক্রিয়াটির বিষয়ে তারা সব খতিয়ে দেখবেন। সিঙ্গাপুরের পর দুবাইয়ে একটি টিম যাওয়ার পরিকল্পনা রয়েছে “

কোন দেশে প্রথম এনআইডি সেবা চালু সম্ভব হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই শেষে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের নেতৃত্বে সিঙ্গাপুরগামী প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. আব্দুল বাতেন, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং একসেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের আইটি পরিচালক উইং কমান্ডার মো. মাশায়েখ হোসেন এবং ইসির সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার।

নির্বাচন কমিশন সচিব ইতোমধ্যে জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজ শুরু করতে চান তারা। সব ঠিক থাকলে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিরাই প্রথম এ সুযোগ পাবেন।

বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। ইতোমধ্যে তাদের অধিকাংশের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পৌঁছানো সম্ভব হয়েছে।

ফাইল ছবি

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, একটি প্রতিনিধি দল সিঙ্গাপুরে ‘গভার্নমেন্ট টু গভার্নমেন্ট’ আলোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাসসহ সবার সঙ্গে কথা হবে।

“প্রবাসী বাংলাদেশিদের রেজিস্ট্রেশন কীভাবে করা যায়, কোথায় নিবন্ধন সেন্টার হবে, লোকবল কেমন লাগবে, পদ্ধতিগত কী কী জটিলতা থাকতে পারে- সব কিছু বিবেচনায় নিয়ে প্রতিনিধি দল প্রতিবেদন দেবে।”

সিঙ্গাপুরের পাইলট প্রকল্প সফল হলে এরপর সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরবসহ অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কর্মপরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

এক দশক আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হলে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার দাবিও আলোচনায় আসে।

এর মধ্যে সরকার ভোটারদের হাতে বায়োমেট্রিক তথ্য সম্বলিত স্মার্ট কার্ড দেওয়া শুরু করলেও নানা জাটিলতায় প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া আটকে থাকে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গতবছর এপ্রিলে ‘প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগ’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা এখনই সম্ভব না হলেও তাদের হাতে জাতীয় পরিচয়পত্র যাতে দেওয়া যায়, সেই সুপারিশ আসে সেখানে।