ধানমণ্ডি-মিরপুরে গ্যাস সরবরাহ আবারও বন্ধ

মেট্রোরেলের কাজের জন্য ১২ ঘণ্টা বন্ধ থাকার এবার লাইনের ফুটো মেরামতের জন্য রাজধানীর ধানমণ্ডি ও মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 01:58 PM
Updated : 20 Feb 2019, 02:08 PM

বুধবার বিকালে মিরপুর সড়কে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের সামনে সড়কে ম্যানহোলের উপরে থাকা  একটি বাসে হঠাৎ আগুন ধরে গেলে গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার বিষয়টি জানতে পারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এরপর সেখানে মেরামত কাজ শুরু হলে ধানমণ্ডি ও মিরপুরের অধিকাংশ এলাকার বাসায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিতাসের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইয়াকুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেরামতের কারণে মূল লাইনে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে কিছু কিছু এলাকায় গ্যাস চলে গেছে, আবার অনেক এলাকায় গ্যাসের চাপ কমছে।

ধানমন্ডি ও মিরপুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সন্ধ্যার পর চুলায় গ্যাসের চাপ ধীরে ধীরে কমে যেতে থাকে। পরে তা একেবারেই বন্ধ হয়ে পড়ে।

পশ্চিম রাজাবাজারের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, সন্ধ্যার পর গ্যাসের চাপ কমে গেলেও পুরোপুরি বন্ধ হয়নি।

রাত ১০টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা দিয়েছেন তিতাসের পরিচালন শাখার পরিচালক কামরুজ্জামান খান।

মেট্রো রেলের নির্মাণ কাজের কারণে শাহবাগ থেকে বাংলামটর সড়কে তিতাসের কিছু সরবরাহ পাইপ প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা ধানমণ্ডি ও মিরপুরসহ ঢাকার প্রায় অর্ধেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বুধবার সকালে গ্যাস ফিরলেও বিকালে দেখা দিল আবার বিপত্তি।

তার আগে আশুলিয়ায় লাইন মেরামতের কারণে শনি ও রোববার ধানমণ্ডি ও মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছিল।