স্ত্রীর সম্পদের তদন্তে ফেঁসে গেলেন উপ সচিব

এক উপ সচিবের স্ত্রীর সম্পদের তদন্তে নেমে তাতে তার সম্পৃক্ততাও পেয়ে দুজনের বিরুদ্ধেই মামলার অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 12:35 PM
Updated : 19 Feb 2019, 12:35 PM

সাবেক এই উপ সচিব হলেন আবু মো. নুরুল ইসলাম। তার স্ত্রীর নাম দিলরুবা খানম।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় মঙ্গলবার এই দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র কমিশন অনুমোদন দিয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৬ সালের ২৬ এপ্রিল অবৈধ সম্পদের অভিযোগে দিলরুবাকে আসামি করে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করে দুদক।
“মামলার তদন্তে দিলরুবার অবৈধ সম্পদের পেছনে তার স্বামী নুরুল ইসলামের হাত থাকায় স্বামী-স্ত্রী দুজনকেই আসামি করে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।”

শিগগিরই অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হবে বলে জানান প্রনব।
মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তে গৃহিণী দিলরুবা খানমের নামে ৯০ লাখ ৮৬ হাজার ৮১৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তিনি তার স্বামীর অবৈধ আয় নিয়ে নিজ নামে এসব সম্পত্তি করেছেন।
এছাড়া দিলরুবা তার নামে থাকা ২৮ লাখ ৩৬ হাজার ৫৬৮ টাকার সম্পদ গোপন করেছেন বলে তদন্তে উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, “দিলরুবার স্বামী নুরুল ইসলাম সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। এ সময় তার চাকরির অবৈধ উপায়ে অর্জিত অর্থের বৈধতা দেওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর নামে সম্পত্তি গড়েন।”

দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম মামলাটি তদন্ত করেন।