কাউন্টার টেররিজম ভবন থেকে রিমান্ডের ‘জঙ্গির’ লাফ

ঢাকার মিন্টো রোডে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ভবনের পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন রিমান্ডে থাকা এক সন্দেহভাজন জঙ্গি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 05:08 AM
Updated : 19 Feb 2019, 05:08 AM

পুলিশ বলছে, শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ নামের ওই ২৬ বছর বয়সী যুবক নব্য জেএমবির সদস্য। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গত ১৫ ফেব্রুয়ারি ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মিলাদকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা’ পরিকল্পনার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পরে রিমান্ডে নেয় কাউন্টার টেররিজম পুলিশ। 

এই ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জিজ্ঞাসাবাদ চলাকালে মিলাদ হঠাৎ লাফ দিয়ে ভাবনের বাইরে পড়ে।

“প্রথমে বিদ্যুতের তারে লেগে পরে সে নিচে একটি গাড়ির ছাদের ওপর পড়ায় প্রাণে বেঁচে যায়।”

সড়কের পাশে কাউন্টার টেররিজম ইউনিটের আটতলা ভবনের মাঝামাঝি অংশে বারান্দার সঙ্গে কাচের স্লাইডিং ডোর আছে। ঘটনার সময় পঞ্চম তলায় ওই কাচের অংশটি খোলা ছিল। সেখান দিয়েই মিলাদ লাফিয়ে পড়েন বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।

মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।