ঢাকায় শিশু ধর্ষণ, একজন গ্রেপ্তার

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 01:32 PM
Updated : 16 Feb 2019, 01:37 PM

আব্দুর রাজ্জাক (৪৫) নামের ওই ব্যক্তি শনিবার দুপুরে চকলেট আর চিপসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন বলে পুলিশ জানিয়েছে।

শেরে বাংলা থানার ওসি জানে আলম বলেন, গ্রেপ্তার রাজ্জাক নিজেকে বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী বলে দাবি করেছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানে আলম বলেন, “বেলা ১২টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে রাজ্জাকের চারতলা ফ্ল্যাটে ধর্ষণের ওই ঘটনা ঘটে।

“শিশুটির বাবা ফুটপাতে একটি খাবারের হোটেল চালান। রাজ্জাকের বাসার কাছে এক টিনশেড বাড়িতে পরিবারের সঙ্গে থাকে শিশুটি।”

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, “ধর্ষণের পর বাসা থেকে বের করে দিলে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাইরে এসে কান্নাকাটি করলে আশপাশে লোকজন রাজ্জাকের বাসা ঘিরে ফেলে।

“পরিস্থিতি বুঝতে পেরে রাজ্জাক দরজা বন্ধ করে বাসার ভেতরে অবস্থান করে এবং তার পরিচিত একজনকে ফোন করে তার বাসায় সন্ত্রাসী এসেছে বলে জানায়।”

খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং রাজ্জাককে গ্রেপ্তার করে। 

ঘটনার সময় রাজ্জাকের স্ত্রী গ্রামের বাড়ি মানিকগঞ্জে এবং তার এক ছেলে বাসার বাইরে ছিল বলে জানান ওসি জানে আলম।

এ ঘটনায় মামলা হয়েছে।