পাকিস্তানি দূতকে তলব

পাকিস্তানের একটি ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 05:37 PM
Updated : 12 Feb 2019, 05:37 PM

তলবের আদেশে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থিত হন পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ হাই কমিশনারের কাছে বিষয়টি তুল ধরে কড়া প্রতিবাদ জানান।

তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের ওয়েবসাইটে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়।”

শাহ ফয়সালকে একটি কূটনৈতিক পত্র ধরিয়ে দেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তারেক বলেন, বাংলাদেশের প্রতিবাদ ইসলামাবাদের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে তাকে।

এতিকে শাহ ফয়সাল সাংবাদিকদের জিজ্ঞাসায় তলবের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন তিনি।

সম্প্রতি ডিফেন্স.পিকে ওয়েবসাইটে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।