শ্রম প্রতিমন্ত্রীর সাথে ইউনিসেফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডোয়ার্ড বিগবেদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 01:40 PM
Updated : 12 Feb 2019, 01:40 PM

মঙ্গলবার বিকালে মন্ত্রীর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শ্রম প্রতিমন্ত্রী ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং ২০২৫ সালের মধ্যে সকল ধরনের শিশুশ্রম নিরসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সরকার ২৮৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করেছে এবং এ প্রকল্পের মাধ্যমে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে প্রত্যাহার করা হবে বলে প্রতিনিধি দলকে জানান শ্রম প্রতিমন্ত্রী। 

জাহাজ ভাঙা শিল্প মালিক সমিতি সম্প্রতি শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়না বলে যে প্রত্যায়ন দিয়েছে সে বিষয়টিও আলোচনায় উঠে আসে। 

চা-বাগান এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে চা শ্রমিকদের সন্তানদের জন্য সরকার হোস্টেল নির্মাণ করবে বলেও প্রতিমন্ত্রী এসময় জানান।

প্রতিনিধি দল আইএলও সঙ্গে যৌথ উদ্যোগে সিলেট অঞ্চলের চা বাগান এলাকায় স্কুলের বাইরে থাকা শিশুদের কারিগরি শিক্ষার জন্য নেওয়া একটি প্রকল্পের কথা উল্লেখ করে।

আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোর বাংলাদেশ সফর করবেন বলে জানায় প্রতিনিধি দল।

এসময় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।