ডিসেম্বরের মধ্যে সব উপজেলায় বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 02:26 PM
Updated : 11 Feb 2019, 02:36 PM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮৪ হাজার ৫৬৩টি গ্রামের মধ্যে ৭০ হাজার ১২০টিতে পূর্ণাঙ্গভাবে এবং ৯ হাজার ৮১৮টিতে আংশিকভাবে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। এখন মাত্র চার হাজার ৬২৫টি গ্রামে বিদ্যুৎ নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে ৪ লাখ ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে নতুন ২ লাখ ৩৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণ হয়েছে। এ সময়ে দুই কোটি ১৭ লাখ নতুন সংযোগের মাধ্যমে মোট গ্রাহক ৩ কোটি ২৫ লাখে উন্নীত হয়েছে। বিদ্যুতে সিস্টেম লস ১৬ দশমিক ৮৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮৫ ভাগে দাঁড়িয়েছে।

বর্তমানে এক হাজার ১৬৬ মেগাওয়াট ক্ষমতার ১৪টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে বলে জানান তিনি।

‘শিগগিরই’ নবম ওয়েজ বোর্ড ঘোষণা

প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের পর গত বছর ১ মার্চ থেকে সব গণমাধ্যমকর্মীর জন্য মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হয়েছে। ওয়েজ বোর্ড রোয়োদাদের সুপারিশ পরীক্ষা করে ‘শিগগিরই’ গেজেট প্রকাশ করা হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব অনলাইন গণমাধ্যমকে অনলাইন নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।

প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী বলেন, “কিছু বেসরকারি টেলিভিশনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের বিষয়ে আমরা ওয়াকিবহাল। আমরা কিছু দিনের মধ্যে মধ্যে টিভি চ্যানেলগুলোর মালিক ও নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বসব। চ্যানেলগুলোতে যাতে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন না করা হয় সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মন্ত্রিসভায় অনুমোদিত সম্প্রচার নীতিমালার আলোকে একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, “সব চ্যানেল যাতে নীতিমালা মেনে চলে, সেই ব্যবস্থা ওই কমিশনের মাধ্যমে করা হবে।”

তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৪৮টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫০২টি ও আঞ্চলিক ৭৪৬টি। সারা দেশে সাপ্তাহিক পত্রিকা এক হাজার ১৯২টি, মাসিক ৪১৪টি ও অন্যান্য ৪১টি।

এছাড়া দুই হাজার ২১৭টি অনলাইন সংবাদমাধ্যম রয়েছে, যার মধ্যে অনলাইন পত্রিকা এক হাজার ৮৭৪টি ও ইন্টারনেট টেলিভিশন ২৫৭টি, অনলাইন রেডিও ৪৫টি ও ই-পেপার ৪১টি।

প্রশ্নোত্তরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতায় এক লাখ ২৪ হাজার ৯০৪টি শিল্প কারখানা রয়েছে। এর বাইরে কুটির শিল্প ৮ লাখ ৪১ হাজার ৯৪৩টি ও মাঝারি শিল্প ১০৭টি আছে। এসব শিল্প কারখানায় ৩৮ লাখ ৩৩ হাজার ১০০ জন শ্রমিক কর্মরত আছে।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।