বসন্তের শুরুতেই শিলাবৃষ্টির আভাস

পঞ্জিকার পাতায় কয়েকদিন পরেই আসছে বসন্ত। মাঘের শেষে ফাল্গুনের শুরুতেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 06:53 PM
Updated : 8 Feb 2019, 07:13 PM

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে; হতে পারে শিলা বৃষ্টিও।

২৬ মাঘ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দুয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এবারের শীত মৌসুমে ২১ ডিসেম্বর থেকে শুরু করে মধ্য জানুয়ারি পর্যন্ত দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ২ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারদ নেমেছিল ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।