শাজাহান খান মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি

একাদশ সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 03:05 PM
Updated : 5 Feb 2019, 03:05 PM

একইসঙ্গে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবেও থাকছেন।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর আগে রোব ও সোমবার ছয়টি কমিটি গঠিত হয়েছিল।

পরিবহন শ্রমিকদের নেতা শাজাহান খান শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ নামে একটি সংগঠনেরও নেতৃত্ব দিচ্ছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আবুল হাসনাত আবদুল্লাহ. মইন উদ্দীন খান বাদল, রাজি উদ্দিন রাজু, রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, এ কে এম রহমতুল্লাহ ও ওয়ারেসাত হোসেন বেলাল।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে একাদশ সংসদে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মঞ্জু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে আছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী।

কমিটির সদস্য হিসেবে মন্ত্রী শাহাব উদ্দিন ছাড়াও থাকছেন মোজহাম্মেল হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম ও রেজাউল করিম বাবলু।

মঙ্গলবার সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী মুক্তিযুদ্ধ ও পরিবেশ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গঠনের প্রস্তাব সংসদে তোলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বে গতবারের মতোই রয়েছেন সাবেক মন্ত্রী আফসারুল আমিন। সদস্য থাকছেন মন্ত্রী দীপু মনি, আব্দুল কুদ্দুস, এ কে এম শাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, গোলাম কিবরিয়া টিপু ও মাহি বি চৌধুরী।

নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিপির সভাপতি হিসেবেও থাকছেন আগের সভাপতি রফিকুল ইসলাম। সদস্য থাকছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, সামির আহমেদ শিমুল, আসলাম হোসেন ও এস এম শাহজাদা।