ঢাকায় ‘আনসারুল্লাহর চার জঙ্গি’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলাটিমের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2019, 04:04 AM
Updated : 1 Feb 2019, 05:21 AM

র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে র‌্যাব-১ এর একটি দল উত্তরা এলাকায় ওই অভিযান চালায়।

তবে গ্রেপ্তারদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তিনি।

র‌্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, “দেশের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সাথে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১।”

শুক্রবার ঢাকার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মুফতি মাহমুদ খান জানান।

২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর আনসারুল্লাহ বাংলা টিমের তৎপরতার খবর আসে। সংগঠনটির আমির মুফতি জসীমউদ্দীন রাহমানী ওই মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন।

দুই বছর পর ২০১৫ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমকে সরকার নিষিদ্ধ ঘোষণা করলে এর সদস্যরা আনসার আল ইসলাম নামে তৎপরতা শুরু করে বলে গোয়েন্দাদের ভাষ্য।

তাদের ধারণা, ২০১২ সালের ১৯ জানুয়ারি সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পরিকল্পনাকারী মেজর জিয়াউল হক রয়েছেন এ সংগঠনের সঙ্গে।

২০১৭ সালের মার্চে ‘আনসার আল ইসলামের’ সব ধরনের কর্মকাণ্ডও সরকার নিষিদ্ধ ঘোষণা করে।

লেখক অভিজিৎ রায় হত্যাসহ বেশ কয়েকটি জঙ্গি হামলা ও হত্যার পেছনে  আনসারুল্লাহ বা আনসার আল ইসলামের সদস্যরাই জড়িত বলে তদন্ত সংশ্লিষ্টদের দাবি।