
বনানীর ধর্ষণ: দ্বিতীয় দিনের মতো শুনানি ছাড়া ফিরলেন অভিযোগকারী তরুণী
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2019 12:23 AM BdST Updated: 23 Jan 2019 12:25 AM BdST
-
বনানীর ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদকে গত ২৯ নভেম্বর জামিন দেয় আদালত
বনানীর আলোচিত ধর্ষণ মামলায় আদালতে হাজির হয়েও আসামিপক্ষের আইনজীবী না থাকায় শুনানি ছাড়া ফিরে গেছেন অভিযোগকারী এক তরুণী।
এ নিয়ে অসন্তোষ জানিয়ে তার মা আদালত প্রাঙ্গণে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সাক্ষ্য দিতে এ নিয়ে পাঁচ দিন তার মেয়েকে ট্রাইব্যুনালে নিয়ে এসেছেন। তার মধ্যে দুই দিন সাক্ষ্য হয়নি।
“মেয়ে নতুন একটি জবে ঢুকেছেন। নিজেও ঢাকার বাইরে চাকরি করি। এভাবে মাসে তিন-চার বার কীভাবে ট্রাইব্যুনালে আসা সম্ভব? ”
এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ফারজানা আহমেদ অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় নাঈম আশরাফের পক্ষে জেরার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু তার আইনজীবী খায়রুল ইসলাম লিটন এ মামলা ছেড়ে দিয়েছেন।
“যে কারণে অন্য আইনজীবী নিয়োগ করা হবে বলে আজ নাঈম সময় চেয়েছেন।”

আসামিদের মধ্যে শুধু নাঈম আশরাফই এখন কারাবন্দি
এর আগে গত ১৫ জানুয়ারিও শুনানির জন্য আদালতে হাজির হয়েছিলেন ওই তরুণী। তবে কারাগার থেকে আদালতে আসামিদের বহনকারী প্রিজন ভ্যান নষ্ট হয়ে যাওয়ায় নাঈম আশরাফকে আদালতে আনতে না পারায় শুনানি পিছিয়ে যায়।
এ মামলার পাঁচ আসামির মধ্যে একমাত্র নাঈমই কারাবন্দি আছেন।সর্বশেষ গত গত ২৯ নভেম্বর প্রধান আসামি সাফাত আহমেদকে জামিন দেয় এই আদালত।
সাফাতের জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি এদিন হলেও আদেশ দেননি বিচারক।
বেলা সাড়ে ১১টার দিকে শুনানিতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু ও বিশেষ পিপি মো. লিয়াকত আলী এবং ভিকটিমের পক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ।
জামিন বাতিলের পক্ষে তারা যুক্তি দেন, আসামির অসুস্থতার গ্রাউন্ডে ট্রাইব্যুনাল সাফাতের জামিন মঞ্জুর করে। কিন্তু তাকে দেখে অসুস্থ মনে হয়নি। তাই তার জামিন বাতিল করা প্রয়োজন।
জামিন বাতিল না হলে সাফাত সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রভাবিত করতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে ওই আসামির আইনজীবী মো. হেমায়েত উদ্দিন মোল্লা সাফাতের জামিন স্থায়ীর আবেদন করেন।
তখন বিচারক বলেন, তিনি দেখে আদেশ দেবেন।
শুনানির সময় আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত, তার বন্ধু নাঈম ও সাদমান সাকিফ এবং সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
সাক্ষ্য দিতে আসা ওই তরুণীর মা বেরিয়ে যাওয়ার সময় উদ্বেগ জানিয়ে আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, “মামলাটিতে এক এক করে আসামিরা জামিন পেয়ে যাচ্ছেন। হাতে জীবন নিয়ে আদালতে আসি। আর যে আসামি কারাগারে রয়েছেন তিনি জামিন পেলে তাদের জীবন আরও সংশয়ে পড়বে।”
সাফাতের আগে বিভিন্ন সময় হাই কোর্ট থেকে জামিন পান সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেন।
জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ২০১৭ সালের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয়।
ঘটনার মাসখানেক পর ৬ মে ধর্ষণের অভিযোগে মামলা হলে দেশজুড়ে আলোচনার মধ্যে সাফাতসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি এ মামলায় ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন। বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, সাফাত ও নাঈম ধর্ষণে সরাসরি অংশ নেন এবং বাকি তিনজন তাদের সহযোগিতা করেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ডাকসুতে ছাত্রলীগের প্যানেলেও ‘নেতৃত্বে’ শোভন-রাব্বানী
- তবুও কেমিকেলের গুদাম সরাতে নারাজ তারা
- চুড়িহাট্টা ট্র্যাজেডি: আইইবি’র ৬ সদস্যের অনুসন্ধান কমিটি
- চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: স্বজনদের খোঁজ চলছে এখনও
- বঙ্গবন্ধুকে নিয়ে দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ
- দাবি আদায় না হলেও নির্বাচনে ‘যেতে প্রস্তুত’ ছাত্রদল
- সরকার এবার ‘আঁটঘাট’ বেঁধে নেমেছে: কাদের
সর্বাধিক পঠিত
- প্রস্তুতি ম্যাচে রান পেলেন বাংলাদেশের সবাই
- এসএসসি পরীক্ষা দিচ্ছেন ডিমলা থানার ওসি
- জাজাই ঝড়ে রেকর্ড বইয়ে উলট-পালট
- তবুও কেমিকেলের গুদাম সরাতে নারাজ তারা
- চুড়িহাট্টা ট্র্যাজেডি: দিলীপ দুষলেন আমুকে
- হেটমায়ারের সেঞ্চুরির পর কটরেলের ৫ উইকেট
- মেসির জাদুকরী হ্যাটট্রিকে বার্সার অসাধারণ জয়
- ‘মাশরাফিই এখন প্রাসঙ্গিক’
- প্রস্তুতির পারফরম্যান্স টেস্টেও দেখানোর আশায় সাদমান
- ভোট নিয়ে ‘গণশুনানিতে’ দলের ভুলের শুনানি চাইলেন বিএনপি নেতা