ঢাকায় পুলিশের উপর হামলায় ছাত্রলীগ নেতা আটক

পুলিশের উপর হামলার অভিযোগে আটক হয়েছেন ঢাকার পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরণ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 03:55 PM
Updated : 22 Jan 2019, 04:06 PM

মঙ্গলবার রাতে তাকেসহ ছাত্রলীগের বেশ কয়েকজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়।

পল্টনের আজাদ সেন্টারে বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে সন্ধ্যায় মিরণ ও তার সঙ্গীদের সঙ্গে আরেক পক্ষের মারামারি থামাতে গেলে পুলিশের উপর হামলা হয় বলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার শিবলী নোমান জানিয়েছেন।

এরপর সেখান থেকে মিরণসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করে থানায় আনা হয় বলে মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুহিন নামে একজন প্রতারকের কাছ থেকে পাওনা টাকা আদায় করার জন্য এক ব্যক্তির পক্ষ হয়ে মিরণসহ কয়েকজন আজাদ সেন্টারে গিয়েছিল। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ গেলে তাদের উপর চড়াও হয় মিরণের সঙ্গীরা।”

ঢাকার পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরণ।

তুহিন পুলিশের কাছে অভিযোগ করেছে, মিরণের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার কাছে ‘চাঁদা চাইতে’ এসেছিল।

পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, “দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হবে। যে দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পরে অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে। এতে তিনজন আহত হয়। ছাত্রলীগের মিরণসহ কয়েকজনের বিরুদ্ধে আইনশৃংঙ্খলা বাহিনীকে বাধা এবং মারধরের ঘটনায় মামলা করা হবে।”