রোহিঙ্গা সঙ্কটে পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনকেও পাশে পাওয়ার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 05:37 PM
Updated : 21 Jan 2019, 05:37 PM

সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ‘তৌফিক ইমরোজ খালিদী লাইভ’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আশা প্রকাশ করেন তিনি।

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের দিনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর এই অনুষ্ঠানে যোগ দেন মোমেন।

রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের ভূমিকার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কূটনীতি আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমার বিশ্বাস, আমরা সমাধান করতে পারব। কারণ সবগুলো দেশই আমাদের সাথে আছে।”

 

দুই বছর আগে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মুখে মুসলিম রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। সে দফায় সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তার আগে থেকে এদেশে আশ্রয় নিয়ে আছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা।

এই রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও প্রত্যাবাসন এখনও শুরু করা যায়নি।

রোহিঙ্গা সঙ্কট অবসানে চীনের ভূমিকার গুরুত্বের কথা বিভিন্ন সময়ে আলোচনায় আসছে।

মোমেন বলেন, “রোহিঙ্গা সমস্যা আমাদের অনেক জটিল ও অত্যন্ত কঠিন সমস্যা। মিয়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র হলেও তাদের মনমানসিকতা রোহিঙ্গা সম্পর্কে অত্যন্ত নিম্নমানের। আমরা অনেক অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কিন্তু এগুলো ধীরগতির।”

“আমি সবসময় অপটিমিস্ট। আমার বিশ্বাস, এই সমস্যা সমাধান করতে পারব,” বলেন দীর্ঘদিন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রধানের দায়িত্ব পালন করে আসা মোমেন।

তিনি বলেন, “এই সমস্যা যদি দীর্ঘায়িত হয়, তাহলে প্রতিবেশী সব রাষ্ট্র- বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ভারত এবং অন্যান্য দেশগুলোর জন্য সমস্যা।

“কারণ দীর্ঘায়িত হলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সবার কিন্তু অসুবিধা হবে।”

সদ্য বিদায় নেওয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই মোমেন এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর শেখ হাসিনার নতুন সরকারেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি।