বিটিআরসিতে ডিজি, বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান

ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলমকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 04:34 PM
Updated : 21 Jan 2019, 04:34 PM

এই সেনা কর্মকর্তাকে নিয়ন্ত্রণ কমিশনের মহাপারিচালক নিয়োগ দিতে সোমবার তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে গত ১০ জানুয়ারি সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।

ওইদিন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদার বিটিআরসির মহাপরিচালক নিয়োগ পেলেও মহাপরিচালকের একটি পদ ফাঁকা ছিল।

একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।

সচিব হলেন শারমিন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনুকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির পর এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তাকে কোথাও পদায়ন করা হয়নি।

বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান

বাংলাদেশ অভ্ন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে এই করপোরেশনের পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস।

আর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হককে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।