ঢাকায় এটিএম বুথে নিরাপত্তাকর্মীর লাশ

রাজধানীর অভিজাত এলাকা বারিধারায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 06:54 AM
Updated : 21 Jan 2019, 04:52 PM

সোমবার সকালে বারিধারার জে ব্লকে যমুনা ব্যাংকের বুথের ভেতরে নিরাপত্তারক্ষী শামীমের মরদেহ পাওয়া যায়।

খুনিকে শনাক্ত করতে না পারলেও বুথের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে তাকে দেখতে পেয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে ভাটারা থানায়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, “সকালে খবর পেয়ে আমরা বুথের ভেতর থেকে লাশটি উদ্ধার করি। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ভোর ৬টার কিছু পর পুরো মুখে কাপড় পেঁচানো শুধু চোখ খোলা অবস্থায় একজন ঢুকে ঘুমন্ত নিরপত্তাকর্মী শামীমের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চলে যায়।

মাহফুজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারী একজনই বুথের ভেতরে ঢুকেছিল। তবে বুথের বাইরে কেউ থাকতে পারে।

“যুবকটিকে চেনা না গেলেও কিছু কিছু তথ্যেরে ভিত্তিতে তদন্ত কাজ করছে পুলিশ। ফলে হামলাকারীকে সনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।”

খুনের ঘটনা ঘটলেও এটিএম বুথ ভাঙচুর বা লুটের কোনো ঘটনা সেখানে ঘটেনি ।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, একটি বেসরকারি নিরাপত্তাকর্মী সরবরাহ প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলে আসছে। এই সূত্র ধরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।