সিনহার বিরুদ্ধে হুদার মামলার প্রতিবেদন পিছিয়েছে

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 08:17 AM
Updated : 20 Jan 2019, 08:17 AM

রোববার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। 

এজন্য ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা গতবছরের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পরদিন নথি ঢাকা মুখ্য মহানহর হাকিম আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন (জেনারেল রেকর্ডিং /জিআর) শাখায় পাঠানো হয়। দুর্নীতির মামলা হওয়ায় পরে সেটি দুদকে পাঠানো হয়।

প্রধান বিচারপতি থাকাকালে সিনহা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং খাস কামরায় ডেকে সোয়া তিন কোটি টাকা উৎকোচ দাবি করেছিলেন বলে মামলায় অভিযোগ করেছেন হুদা।