রাষ্ট্রপতির সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত চোপ লাল ভুসাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 01:34 PM
Updated : 16 Jan 2019, 01:34 PM

বুধবার তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নেপালকে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উল্লেখ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতার জন্য  সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।“

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি এ লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে বিশেষ করে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

নেপালের বিদায়ী দূত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশে নেপালের অনেক শিক্ষার্থী বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীরা লেখাপড়া করতে আগ্রহী।

শিক্ষার্থীদের জন্য সহজ শিক্ষাকালীন ভিসার জন্য অনুরোধ জানান তিনি।