এক ঘণ্টা বিক্ষোভের পর শ্যামলীর রাস্তা ছাড়লো শ্রমিকরা

রাজধানীর আদাবরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 08:05 AM
Updated : 16 Jan 2019, 08:05 AM

বুধবার সকালে ডায়ানামিক ফ্যাশন নামের কারাখানাটির কিছু শ্রমিক রিং রোডের শম্পা মার্কেটের সামনে অবস্থান নেয়।

বিভিন্ন দাবিতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের বিক্ষোভে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের পর চলে গেছে।

পোশাক শিল্পে ন্যূনতম মজুরি কাঠামোর অসঙ্গতি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা নগরী এবং সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও বাঁধে। পরে রোববার সরকার মজুরি কাঠামো সংশোধন করে।

এরপরও শ্রমিকদের বিক্ষোভ চলতে থাকলে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাজে যোগ না দিলে বেতন দেওয়া হবে না বলে ঘোষণা দেয়। এরপর থেকে ধীরে ধীরে স্তিমিত হতে থাকে শ্রমিক বিক্ষোভ।

তবে সোমবারও আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের পস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।