দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ার প্রতিশ্রুতি মন্ত্রী জাবেদের

ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে নতুন দায়িত্ব শুরু করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 07:22 PM
Updated : 7 Jan 2019, 07:22 PM

প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে জাবেদ পাঁচ বছর ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর এবার তাকে পূর্ণ মন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাতে ঢাকার গুলশানে নিজের বাড়িতে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভূমি ব্যবস্থাপনা দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন মন্ত্রী বলেন, “ভূমি ব্যবস্থাপনায় কোনো প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশে পরিণত করা হবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তাকে বিজয়ী করার জন্য নির্বাচনী এলাকা চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতাও জানান জাবেদ।

নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, “প্রতিটি গ্রাম হবে শহর- প্রধানমন্ত্রীর এই স্লোগানকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব।

“গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য খাসজমিতে ঘর নির্মাণ করে আগামী দুই বছরের মধ্যে ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে।”