সাংবাদিক আমানুল্লাহ কবীর গুরুতর অসুস্থ

গুরুতর অসুস্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীরকে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে-আইসিইউতে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2019, 09:47 AM
Updated : 1 Jan 2019, 09:53 AM

৭২ বছর বয়সী আমানুল্লাহ কবীর ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তার লিভারে ‘পানি চলে এসেছে’ বলে চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন।

আমানুল্লাহ কবীরের মেয়ে শোভন কবীর মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার বাবাকে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন তারা। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরের পর তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

“সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা খুবই জটিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

আমানুল্লাহ কবীর ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন সাংবাদিকদের রুটি- রুজির আন্দোলনের অন্যতম পুরোধা আমানুল্লাহ কবীর। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি।

সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি বাংলা দৈনিক আমার দেশ ও ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন আমানুল্লাহ কবীর। এর আগে এসএম আলীর সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শুরুর দিকের বার্তা সম্পাদক ছিলেন তিনি।