‘শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশে’ ভোট দেখেছেন ভারতীয় পর্যবেক্ষকরা

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ‘শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশে’ ভোটগ্রহণের চিত্র পেয়েছেন ভারতীয় পর্যবেক্ষকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 02:11 PM
Updated : 30 Dec 2018, 02:11 PM

রোববার সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হয়। ভারতের নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব বলেন, “আমরা বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরেছি এবং আমাদের কাছে ভোটকেন্দ্রগুলোর পরিবেশ শান্ত ও শান্তিপূর্ণ মনে হয়েছে।”

ভোট ঘিরে ‘ব্যাপক উৎসব’ দেখা গেছে বলেও পর্যবেক্ষণ দিয়েছেন তিনি। 

আরিজ আফতাব বলেন, “আমাদের মনে হয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশন সতর্ক থাকায় যথাযথ পরিকল্পনা নেওয়া হয়েছিল।”

বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের ‘দীর্ঘদিনের সহযোগিতামূলক ও আন্তরিক সম্পর্ক রয়েছে’। 

এই নির্বাচন পর্যবেক্ষণের মধ্য দিয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকালে ঢাকার ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কানাডার নির্বাচন পর্যবেক্ষক তানিয়া ফস্টার বলেন, “সবাই ভোট কেন্দ্রে যেতে পারছেন এবং ভোট দিতে পারছেন। ভোটের শৃঙ্খলা রক্ষায় সব কর্মকর্তা-কর্মচারীরা দারুণ কাজ করছেন।”