ভোটের মাঠে ৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ক্যাডারের ৬৩৭ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 06:12 AM
Updated : 13 Jan 2022, 03:10 PM

তারা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লংঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক আদেশে জানিয়েছে, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

৬৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট: কোথায় কার দায়িত্ব

জেলা পর্যায়ে দায়িত্ব পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করতে বলা হয়েছে।

আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার দায়িত্ব পাওয়া ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগদানপত্র দেবেন।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তারাই প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেবেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে।