বিএনপি প্রার্থী খোকনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনে দলটির প্রার্থী খায়রুল কবির খোকনকে নাশকতার এক মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ঢাকার একজন হাকিম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 03:27 PM
Updated : 19 Dec 2018, 03:28 PM

ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস বুধবার তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল কবির খোকনকে শাহবাগ থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পরে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হয়।

আসামিপক্ষে গোলাম মোস্তফা খান, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা রিমান্ড আবেদন বাতিল করে খোকনের জামিন প্রার্থনা করেন। তা না হলে তদন্ত কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়ার অনুরোধ করেন।

আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে যে কোনো পাঁচদিন খোকনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।


গত ২৯ নভেম্বর বিশেষ নিরাপত্তা আইনের এক মামলায় নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান খায়রুল কবীর খোকন। বিচারক মো. আতাবুল্লাহ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।