রাশিয়া থেকে দুইটি হেলিকপ্টার কিনছে বিজিবি

রাশিয়ার কাছ থেকে দুইটি হেলিকপ্টার কিনছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 12:17 PM
Updated : 18 Dec 2018, 12:17 PM

মঙ্গলবার বিজিবি সদর দপ্তরে ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’ এর সাথে এবিষয়ে একটি চুক্তি সই হয়।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও জেএসসি রাশিয়া হিলকপ্টারসের আন্দ্রে ফোর্তে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকায় রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্দ্রেই বানকেইভ উপস্থিত ছিলেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ী অঞ্চলে বিওপি নির্মাণে সহায়তা, রেশন দ্রব্য ও লজিস্টিক সহায়তা পৌঁছাতে, বাহিনীর অসুস্থ সদস্যদের হাসপাতালে পৌঁছানো, জরুরি উদ্ধার অভিযান ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবির এয়ার উইং গঠিত হয়েছে।

এর ধারাবাহিকতায় রাশিয়ার কাছ থেকে দুইটি হেলিকপ্টার কিনতে চুক্তি করা হয়েছে।