
‘খামোশ’ শোনা সাংবাদিককে অভয় প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2018 09:55 PM BdST Updated: 17 Dec 2018 09:57 PM BdST
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেনকে প্রশ্ন করতে গিয়ে ধমক খাওয়া সাংবাদিককে ডেকে অভয় দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে যমুনা টেলিভিশনের প্রতিবেদক ভাস্কর ভাদুরীকে ডেকে কথা বলেন তিনি।
ভাস্কর বলেছেন, ভয় না পেয়ে তাকে কাজ করে যেতে বলেছেন প্রধানমন্ত্রী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দণ্ডিত যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর নেতাদের যুক্ত হয়ে নির্বাচন করা নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক ভাস্কর।
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ওই প্রশ্ন শুনে ক্ষেপে গিয়ে কামাল ‘খামোশ’ বলে চুপ করিয়ে দেন সাংবাদিকদের।
তার তিন দিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে ভাস্করের ডেকে নিয়ে ঘটনার আদ্যোপান্ত জানতে চান শেখ হাসিনা।

ক্ষিপ্ত কামাল হোসেন
ভাস্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আমাকে ডেকে বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ওই দিনের পুরো ঘটনা শোনেন। এরপর তিনি বলেন, ‘তোমার এইগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, তুমি নির্ভয়ে সাংবাদিকতা চালিয়ে যাও। তোমার মতো তুমি স্বাভাবিকভাবে সাংবাদিকতার কাজ-কর্ম চালিয়ে যাও। যারা এইভাবে সাংবাদিকদের ভয়ভীতি দেখায় তাদের মুখে বাকস্বাধীনতার কথা মানায় না’।”
আওয়ামী লীগের এক সময়ের নেতা কামাল হোসেনের আগের আচরণ নিয়েও আওয়ামী লীগ সভানেত্রী কথা বলেন বলে জানান ভাস্কর।
“প্রধানমন্ত্রী বলেন, কামাল হোসেনের এই ধরনের অ্যারোগেন্সি, আগ্রাসী কথাবার্তা, এগুলো অনেক পুরনো। তোমার সঙ্গে যেটা হয়েছে, সেটার মাধ্যমে সবাই নতুন করে বিষয়টা জানতে পারলো।”
প্রধানমন্ত্রীর অভয় পেয়ে ভাস্কর বলেন, “এটা আসলেই একটা বড় বিষয়। প্রধানমন্ত্রী কর্তৃক অভয় পাওয়া একটা বিশাল ব্যাপার। এটা অন্যদেরকেও আরও বেশি নির্ভিক সাংবাদিকতার জন্য সাহস জোগাবে।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ‘৭১’ নামের সংগঠনের আত্মপ্রকাশ
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক
- ‘ডিজিটাল বাংলাদেশ দিবসে’ এবার তথ্য যাচাইয়ে জোর
- দীপন হত্যামামলায় জাগৃতির ব্যবস্থাপকসহ তিনজনের সাক্ষ্য
- এই বিসিএসেই সুযোগ চান ৩৫ বছরের আন্দোলনকারীরা
- জি কে শামীমের ঘুষের তদন্তে ১১ প্রকৌশলীকে দুদকে তলব
- কুড়িল ফ্লাইওভারে গামছা প্যাঁচানো লাশ
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- টিভি সম্প্রচারে ভুল থেকে ‘শিক্ষা নিয়েছে’ বিসিবি
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন: জাতিসংঘ আদালতকে গাম্বিয়া
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- 'খেয়েদেয়ে শক্তি বাড়াও', বাংলাদেশের ক্রিকেটারদেরকে রাসেল
- জঙ্গিদের ৯০ শতাংশের বেশি আহলে হাদিস: ডিএমপি কমিশনার