অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ আজিজুর রহমানের মৃত্যু

বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ আজিজুর রহমান আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 09:31 AM
Updated : 16 Dec 2018, 11:40 AM

তার মেয়ে তামান্না রহমানের স্বামী জানান, রোববার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আজিজুর রহমানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যারা জীবিত ছিলেন, তাদের মধ্যে আজিজুর রহমানই ছিলেন বয়োজ্যেষ্ঠ।

আজিজুর রহমান কমিশন পান ১৯৪৭ সালে। প্রথমে নৌ বাহিনীতে থাকলেও পরে যোগ দেন বিমান বাহিনীতে। যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেন ১৯৫২ সালে। ১৯৭৮ সালে অবসরে যাওয়ার আগে এয়ার সেক্রেটারি পদেও তিনি দায়িত্ব পালন করেন।

আইএসপিআর জানিয়েছে, বনানীর ওল্ড ডিওএইচএস মসজিদে আজিজুর রহমানের জানাজার পর বিমানবাহিনীর তত্ত্বাবধানে আসরের নামাজের পর শাহীন মসজিদে আরেক দফা জানাজা হবে। পরে বি এ এফ শাহীন কবরস্থান তাকে সমাহিত করা হবে।

অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ আজিজুর রহমান এক ছেলে, তিন মেয়ে এবং চারজন নাতি-নাতনি রেখে গেছেন।

এবারের নির্বাচনে ঢাকার গুলশান, বনানী, সেনানিবাস (ঢাকা-১৭) আসনে সিংহ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী নাজমুল হুদা সাবেক এই বিমান বাহিনী কর্মকর্তার আপন শ্যালক।

স্বজনরা জানান, বিমান বাহিনীর সাব্কে এই কর্মকর্তাকে ‘সাধাসিধে, বিনয়ী, চমৎকার একজন মানুষ’ হিসেবেই জানতেন পরিচিতজনরা।ওল্ড ডিওএইচএসের পুরনো বাসিন্দাদের একজন বলে এলাকার সবাই তাকে চিনতেন। আত্মীয়-বন্ধু ছাড়াও বহু মানুষ তাকে মনে রাখবে।