৭১ডটকমের সম্পাদক রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দৈনিক ৭১ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 12:12 PM
Updated : 10 Dec 2018, 12:12 PM

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই শওকত আলী খান আসামিকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী মুনতাসীর মামুন হেফাজতের আবেদন বাতিল করে জামিন চান।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ৮ ডিসেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে আটক করে র‌্যাব-৩। পরে তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।