কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা, দেখছে এনবিআর

জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

নিজস্ব প্র‌তি‌বেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 09:35 AM
Updated : 9 Dec 2018, 10:54 AM

তিনি বলেছেন, নির্বাচনে যাতে কোনো প্রভাব না প‌ড়ে সেটি বিবেচনায় রেখেই এনবিআর কাজটি করছে।
গণফোরাম সভাপতি কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১৯ নভেম্বর এন‌বিআরকে চি‌ঠি দেয়।

রোববার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “আমরা কাজ করছি এর ওপরে। এটা একটু সময় লাগবে।

“.... আপনারা নিজেরাই বোঝেন, এই মুহূর্তে য‌দি আমরা খুব খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকেই হয়ত ভাববেন উ‌নি বিরোধীদলের হয়ে ইলেকশন করছেন এজন্য উনারে ধরতে যাচ্ছি। যাই হোক এ প্র‌ক্রিয়া চালু আছে।”

নির্বাচনে আছেন বলেই কামাল হোসেনকে ছাড় দেওয়া হচ্ছে কিনা, এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, “না, সিচ্যুয়েশন যাতে ওই লাইনে না যায়। তবে তাকে ছাড় দি‌চ্ছি না।”

একাদশ সংসদ নির্বাচনে কামাল হোসেন নিজে অংশ না নিলেও বিএনপিকে নিয়ে তার নেতৃত্বে গড়ে তোলা জাতীয় ঐক্য ফ্রন্ট অংশ নিচ্ছে।