প্রার্থিতা ফিরে পেলেন ২৪৩ জন, বিএনপির ৭৮

আপিল আবেদনের শুনানিতে মোট ২৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 06:37 PM
Updated : 8 Dec 2018, 06:37 PM

তিন দিনের শুনানির শেষ দিন শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আপিল আবেদনের শুনানি চলে।

ইসি কর্মকর্তারা জানান, শেষ দিনে অন্তত ৮৫টি, শুক্রবার ৭৮টি এবং বৃহস্পতিবার ৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ২২৭৯ জন প্রার্থীর সঙ্গে আপিলে ফিরে আসা প্রার্থীরা মিলিয়ে আড়াই হাজার প্রার্থী থাকলেন জাতীয় সংসদের তিনশ আসনের লড়াইয়ে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের আগে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার প্রতীক বরাদ্দ হবে।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে মোট দুই হাজার ৫৬৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র জমা পড়ে।

প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ৭৮৬টি, তার মধ্যে  ৫৪৩টি আপিল আবেদন জমা পড়ে।

মনোনয়নপত্র বাছাইয়ে বাতিলের তালিকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র ছিল বেশি। আপিল আবেদন শুনানিতে মূলত তাদেরই প্রার্থিতা ফিরে পেয়েছে। বিএনপির অন্তত ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার আপিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির ১৮, গণফোরামের চার, খেলাফত মজলিসের এক, জেএসডির তিন, বিকল্পধারার পাঁচ, জেপি দুই, বিএনএফের চার, ইসলামী ফ্রন্টের এক, জমিয়তে উলামায়ে ইসলামের এক, ইসলামী ঐক্যজোটের এক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাত, এনপিপির দুই, জাকের পার্টির ছয়, মুসলিম লীগের পাঁচ, জাগপার এক, জাসদের দুই, খেলাফত আন্দোলনের এবং অন্যান্য রাজনৈতিক দলের তিনজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এদিন স্বতন্ত্র ১৮ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে।

দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পান বিএনপির ২১ প্রার্থী, জাতীয় পার্টির সাতজন, জাকের পার্টির সাতজন, জাসদের চারজন, ইসলামী ঐক্যজোটের দুইজন, সিপিবির পাঁচজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়জন, এনপিপির তিনজন, বাংলাদেশ খেলাফত মজলিশের তিনজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন, জেএসডির দুইজন, এলডিপির একজন, বিএনএফের দুইজন, ১২ জন স্বতন্ত্র প্রার্থী।

প্রথম দিন বিএনপির ৩৮ জন ও স্বতন্ত্র ১৩ জনসহ বিভিন্ন দল মিলিয়ে ৮০ জনের আপিল আবেদন মঞ্জুর হয়।

তিন দিনের শুনানিতে আওয়ামী লীগের দুই প্রার্থীর আপিল আবেদন মঞ্জুর হয়।

এদিন ঢাকা-২ আসনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর প্রার্থিতা আপিলে ফিরেছে। পাশাপাশি  সিলেট-২ আসনে ইলিয়াছ আলীর স্ত্রী বিএনপি প্রার্থী তাহমিনা রুশদী লুনার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনে আপিল করে মোরশেদ খান, আফরোজা আব্বাস, রেজা কিবরিয়া, গোলাম মওলা রনিসহ বিএনপি ও তাদের জোটসঙ্গীদের অনেকে নির্বাচনে ফিরতে পারলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষেত্রে তা হয়নি।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে কারাবন্দি খালেদার আপিল শনিবারই বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপের দায়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।