কেমব্রিজ ‘টপ ইন ওয়ার্ল্ড’ পুরস্কার পেল ৪৮ শিক্ষার্থী

কেমব্রিজ এক্সামিনেশন সিরিজে কৃতিত্বের জন্য কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের ‘টপ ইন ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 02:50 PM
Updated : 8 Dec 2018, 02:50 PM

কেমব্রিজ আইজিসিএসই, কেমব্রিজ-ও লেভেল, কেমব্রিজ ইন্টারন্যাশনালের এএস ও এ লেভেলের বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ ফলাফল করেছে এসব শিক্ষার্থী। এছাড়া ‘টপ ইন কান্ট্রি’ পুরস্কার পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে বাংলাদেশের মোট ৯৮ জন শিক্ষার্থী আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড পেয়েছে।

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রিউ নিউটন, ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্তিয়ান পিয়ার্স, কেমব্রিজ ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক রুচিরা ঘোষ, সত্যজিৎ সরকার এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা।

শিক্ষার্থীরা ‘খুব ভালো ফল করেছে’ উল্লেখ করে তাদের অভিনন্দন জানান ফজলে হাসান আবেদ।

এসব শিক্ষার্থী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

“তোমরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পাবে। শেখার সুযোগ পাবে। আশা করি, তোমরা ফিরে এসে দেশের উন্নয়নে অংশ নেবে। এটাই তোমাদের প্রতি আমার প্রত্যাশা,” বলেন তিনি।