চাল আত্মসাত: বরিশালের দুই জনপ্রতিনিধিকে আত্মসমর্পণের নির্দেশ

সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল আত্মসাতের মামলায় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান ও সদস্য মো. জাহাঙ্গীর হোসেন খানকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 12:51 PM
Updated : 4 Dec 2018, 12:51 PM

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সদস্য হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে আত্মসমর্পণের এই আদেশ দেয়।

চেয়ারম্যান ও সদস্যের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফারহান।

ভিজিডি কার্ডধারী ২৫১ জনের মধ্যে ১ লাখ ৮২ হাজার ৪২৬ টাকা দামের পাঁচ মেট্রিক টন চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গত ২৭ নভেম্বর বরিশাল মহানগরের বন্দর থানায় নজরুল ও হাফিজুলের বিরুদ্ধে এ মামলা করে দুদক।